আলোচিত সেই নাঈমের পড়ালেখার দায়িত্ব নিলো ‘হীড বাংলাদেশ’
প্রকাশিত হয়েছে : ৭:২৭:০৬,অপরাহ্ন ০২ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৫০৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বনানীর এফআর টাওয়ারের আগুন নেভানোর কাজে ব্যবহৃত পানি সরবরাহ পাইপের ছিদ্র চেঁপে ধরা দেশবিদেশে আলোচিত সেই নাঈম ইসলামের এসএসসি পর্যন্ত পড়ালেখার দায়িত্ব নিলো ‘হীড বাংলাদেশ’ নামের একটি সংস্থা।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে রাজধানীর করাইল বস্তির শিশু নাঈম ইসলাম বেশ আলোচিত। গত ২৮ মার্চ বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের দিনে হাজারো উৎসুক মানুষের মাঝে শিশু নাঈম ফায়ার সার্ভিসের একটি পাইপের ছিদ্র অংশ দুই হাতে চেপে ধরে পানি বের হওয়া আটকাতে নিরন্তন চেষ্টা করে যাচ্ছিল। নাঈমের এই দৃশ্যের ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। নাঈম আখ্যা পায় পাইপ বালক নামে।
বেসরকারি উন্নয়ন সংস্থা- হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আমরা আমাদের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে মঙ্গলবার একটি অনুষ্ঠানে আয়োজন করেছি। সেখানে নাঈমের মা উপস্থিত ছিলেন। আমরা নাঈমমের এসএসসি পর্যন্ত শিক্ষার স্কুল বেতন ও বই পত্রের খরচাদি যা হবে তা দেব। সেটার জন্য একটি অঙ্গিকার নামায় সই করেছি। যাতে তার অর্থ পেতে কোনো সমস্যা না হয়। এছাড়া আজকে নাঈমকে নগদ দশ হজার টাকা দেয়া হয়েছে বলেও জানান তিনি।