ভবনের ভেতর থেকে হাত নেড়ে বাঁচানোর আকুতি
প্রকাশিত হয়েছে : ৩:৩৮:২৪,অপরাহ্ন ২৮ মার্চ ২০১৯ | সংবাদটি ৪২৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বনানীতে আগুন লাগা এফ আর টাওয়ারের বিভিন্ন তলার জানালা থেকে হাত বাড়িয়ে উদ্ধারের আকুতি জানাতে দেখা গেছে আটকে পড়া নারী ও শিশুদের। শুধু নারী ও শিশু না অনেক মানুষ ভবনের ভেতর থেকে হাত নাড়তে দেখা হেছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা পৌনে একটার দিকে এই ভয়াবহ আগুন লাগে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছিল।
প্রত্যক্ষদর্শীদের জানান, এফ আর টাওয়ারে আগুন লাগার পর ভবন থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।
আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন এফ আর টাওয়ার থেকে লাফও দেন। কয়েকজনকে ভবনের পাশে থাকা তার ধরে নিচে নামতে গিয়ে পড়ে যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
নৌবাহিনীর ফায়ার টিম ও বিমানবাহিনীর হেলিকপ্টার আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।
এফ আর টাওয়ারটি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত। ভবনটি ১৭ তলা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, এফ আর টাওয়ারের অষ্টম তলায় আগুন লেগেছে বলে তারা প্রথমে জানতে পারেন। পরে অন্যান্য তলায়ও আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ভবনের কাচ ভেঙে দেয়াল বেয়ে কয়েকজন নিচে নামাতে থাকেন। কেউ কেউ লাফ দিয়ে নামার চেষ্টা করেন।
এ সময় অন্তত পাঁচজন পড়ে যান বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান।
আহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকের কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের কাছে এসে জড়ো হয়েছে।