সিলেটে দিনদুপুরে ককটেল ফাটিয়ে প্রবাসীর বাসা ডাকাতি
প্রকাশিত হয়েছে : ৪:১২:৫৪,অপরাহ্ন ২১ মার্চ ২০১৯ | সংবাদটি ৩৩৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে দিনদুপুরে ককটেল ফাটিয়ে এক প্রবাসীর বাসায় ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় কয়েকটি গুলি চালিয়েছে এবং ইদ্রিস নামে এক ডাকাতকে আটক করে জনতা।
ঘটনাটি বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেট নগরীর দর্জিপাড়াস্থ আমেরিকা প্রবাসী শাহ আব্দুল মতলিব কোরেশীর বাসায়। গত ১৪ মার্চ তিনি স্বপরিবারে দেশে আসেন বলে জানাগেছে। ডাকাতদের হামলায় কোরেশীর ভাগ্না সাদ উদ্দিন (২৬) আহত হন। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
প্রবাসী কোরেশী বলেন, প্রতিবেশী এনমারে নেতৃত্বে ১০/১২জন ডাকাত দল গুলি, ককটেল ফাটিয়ে স্বর্নালংকার, টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ নিয়ে যায়।
তিনি বলেন, জমি-জমা নিয়ে তার সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। এনিয়ে কোর্টে মামলা চলছে। এর জের ধরে আজ আমার বাসায় তার নেতৃত্বে ডাকাতি হয়।
এসময় এনামকে ধরে পুলিশ ছেড়ে দেয় বলে অভিযোগ করেন প্রবাসী ও তার আত্মীয়স্বজন।
তিনি জানান, ১৫ভরি স্বর্ন, ১০টি মোবাইল, ২টি ল্যাপটপ,নগদ ৮০হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল।
প্রতিবেশীরা জানান, ডাকাতরা ৪ রাউন্ড গুলি, ও ৫/৬টি ককটেলর বিস্ফোরণ ঘটায়। পালিয়ে যাওয়ার সময় একজন ডাকাতকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় অবিস্ফোরিত ৫টি ককটেল দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশের এক কর্মকর্তা জানান, যদি বাসার মালিক মামলা করেন তাহলে ডাকাতদের গ্রেফতার করতে দ্রুত বব্যস্থা গ্রহন করা হবে।