৮ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮ উপলক্ষে প্রস্তুতি সভা আনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৬:৩১:৩৮,অপরাহ্ন ৩০ আগস্ট ২০১৮ | সংবাদটি ৯৫৬ বার পঠিত
সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ (ইউকে)র উদ্যেগে অনুষ্ঠিতব্য ‘৮ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮’ উপলক্ষে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গত ২৭ অগাস্ট, পূর্ব লন্ডনের ১০১ খ্রিস্টিয়ান স্ট্রিটে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানকে সফল করার জন্য কর্মকর্তাগণ তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
সভায় লন্ডন ও বার্মিংহামের বিভিন্ন এলাকার তেইশটি সংগঠনের প্রতিনিধিদের মধ্যে পরামর্শমূলক বক্তৃতা করেন – এ কে এম আব্দুল্লাহ, এম মোসাহিদ খান, আনোয়ারুল ইসলাম অভি, আনোয়ার শাহজাহান, আরাফাত তানিম, নজরুল ইসলাম, মোস্তফা জামান নিপুন, জুয়েল রাজ, এস এম শামসুর রহমান, এম এ জামান, শাহ সোহেল আমিন, ফারাহ নাজ, ইংরেজ কবি স্টিফেন ওয়াট্স, রহমত আলী, মুহাম্মদ শরীফুজ্জামান, ময়নূর রহমান বাবুল, সাঈম চৌধুরী, গোলাম আকবর মুক্তা, নুরুল ইসলাম (ইসলাম), হামিদ মোহাম্মদ, সালাহউদ্দিন শাহিন, আবুল কালাম আজাদ ছোটন, মো. হাফিজুর রহমান প্রমুখ। সভায় সদস্য সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য যে, আগামী ২৩ এবং ২৪ সেপ্টেম্বর, পূর্ব লন্ডনের দ্য ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার, ১৯২-১৯৬ হ্যানবারি স্ট্রিট, লন্ডন ই১ ৫ এইচইউ, এই ঠিকানায় মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন। মেলায় যোগদানের জন্য বাংলাদেশের ১৫টি খ্যাতিমান প্রকাশনীকে আমন্ত্রণ জানানো হয়েছে।