মৌলানা ইজ্জাদ আলীর মৃত্যুতে গোলাপগঞ্জ ট্রাস্টের শোক প্রকাশ, আগামীকাল জানাজা
প্রকাশিত হয়েছে : ৮:৫৩:৩৪,অপরাহ্ন ২৬ জুন ২০১৮ | সংবাদটি ১১৮২ বার পঠিত
যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা, মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক মৌলানা ইজ্জাদ আলী আর নেই। গত ২৫ জুন সোমবার বিকাল সাড়ে ৩.৩০ ঘটিকার সময় লন্ডনের বারকিং এলাকায় নিজ বাড়ীতে দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, ৭ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা ভরাউট গ্রামে জন্ম গ্রহণ করেন মৌলানা ইজ্জাদ আলী।
১৯৬২ সালে যুক্তরাজ্যে আসেন। মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাজ্যে সংগঠকের ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ সেন্টার লন্ডন এর প্রতিষ্ঠাতাকালীন কমিটির প্রচার সম্পাদক ছিলেন। এছাড়া বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রচার সম্পাদক ও যুক্তরাজ্য জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কালীন কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।
৮০-র দশকের শেষদিকে লন্ডন থেকে তিনি সাপ্তাহিক প্রবাসী পত্রিকার বের করেন এবং প্রকাশক এবং সম্পাদকের দায়িত্ব পালন করেন। মরহুমের জানাজা আগামী ২৭ জুন বুধবার জোহরের নামাজের পর ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে।
মৌলানা ইজ্জাদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ প্রকাশ করেছেন গোলাপগঞ্জ ট্রাস্ট (ইউকে)। এক শোক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনাও জানানো হয়।