ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নীলোৎপল বড়ুয়া মারা গেছেন
প্রকাশিত হয়েছে : ৬:২৩:১৫,অপরাহ্ন ২০ জুন ২০১৮ | সংবাদটি ৩৪৫৯ বার পঠিত
ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বাবু নীলোৎপল বড়ুয়া ২০ জুন বুধবার বাংলাদেশ সময় রাত ৮.৩০ ঘটিকার সময় মারা গেছেন।
মৃত্যুকালে তিনি এক পুত্র শান্তনু বড়ুয়া ও এক কন্যা সন্তান শম্পা বড়ুয়া, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। গোলাপগঞ্জ ট্রাস্ট (ইউকে) এর সদস্য ও প্রাক্তন ছাত্র রেদওয়ান হোসেন রেজা লন্ডনে অধ্যক্ষ নীলোৎপল বড়ুয়ার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
উল্লেখ করা যেতে পারে, ১৯৬১ সালে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা ঢাকাদক্ষিণ এলাকায় একটি কলেজ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। অধ্যক্ষ নীলোৎপল বড়ুয়া উক্ত কমিটির সদস্য হিসেবে কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৬৯ সালে ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার পর থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
অধ্যক্ষ নীলোৎপল বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটেনে বসবাসরত তাঁর প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।