জাতীয় শোক দিবসে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৯:৩৭:১৭,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৭ | সংবাদটি ১৭১৯ বার পঠিত
জাতীয় শোক দিবস উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ুনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আহবাব হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন প্রাক্তন শিক্ষক, সাংবাদিক ইমরান আহমদ। বক্তব্য দেন ইউপি সদস্য আমান উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজি ইসমতি জাহান, সহকারী শিক্ষক মিটু কান্তি দেব, শাহরিয়ার হোসেন, লোপা বেগম, অভিভাবক শিউলি আক্তার প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, ১৯৭৫ সালে জাতির জনককে হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান বানানোর তৎপরতা শুরু হয়। সেসময় বঙ্গবন্ধুকে স্বপরিবারে খুন করার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে আপাতত ব্যহত করেছিল বটে। কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হয়নি। বর্তমানে তারই সন্তান দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ সমগ্র দেশজুড়ে জাতির পিতার লালিত স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়ে তোলার কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।