অর্থমন্ত্রী আরো বাজেট দিবেন: তোফায়েল
প্রকাশিত হয়েছে : ৫:৩৭:০৪,অপরাহ্ন ২১ জুন ২০১৭ | সংবাদটি ২৭৮২ বার পঠিত
অর্থমন্ত্রী সম্পর্কে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, “সম্মানিত মানুষকে সম্মান দিতে হয়। অর্থমন্ত্রীর প্রতি প্রধানমন্ত্রীর আস্থা আছে। তিনি আরো বাজেট দিবেন।”
জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে বুধবার তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তোফায়েল বলেন, “বাবলু যে ভাষায় অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন, তার কাছ থেকে এটা আশা করিনি।”
তিনি বলেন, “অর্থমন্ত্রীর বয়স নিয়ে কথা বলেছেন বাবলু। আপনাদের নেতা এইচ এম এরশাদের বয়সের কথা চিন্তা করেন না? তার বয়স অর্থমন্ত্রীর বয়সের চেয়ে পাঁচ বছর বেশি। তিনি একবার আপনাকে মহাসচিব বানান আবার হাওলাদারকে বানান।”
তোফায়েল বলেন, “এটা প্রস্তাবিত বাজেট। চূড়ান্ত নয়। সবার আলোচনা গুরুত্ব দেয়া হবে। ২৮ জুন প্রধানমন্ত্রী বাজেট নিয়ে সমাপনী ভাষণ দিবেন। সেখানে অর্থমন্ত্রীর জন্য পরামর্শ থাকবে।”
বাজেট আলোচনায় অংশ নিয়ে গত ১৫ জুন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অর্থমন্ত্রীর সমালোচনা করেছিলেন। গত সোমবার অর্থমন্ত্রীর কঠোর সমালোচনা করেন সরকারি দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম,আবুল কালাম আজাদ ও মাহবুব উল আলম হানিফ।