আমাদের প্রতিদিন সম্পাদক আনোয়ার শাহজাহানের পিতার ইন্তেকাল: বাদ যোহর জানাযা
প্রকাশিত হয়েছে : ১১:০৮:০০,অপরাহ্ন ১০ জুন ২০১৭ | সংবাদটি ১৯৫৬ বার পঠিত
যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও লেখক,আমাদের প্রতিদিন সম্পাদক আনোয়ার শাহজাহান’র পিতা হাজী আব্দুল মুতলিব ইন্তেকাল করেছেন। শনিবার (১০ জুন) রাত ১.২০ মিনিটের সময় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ রায়গড় বটর পাড়াস্থ তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করে (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৭ পুত্র, ৬ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা রবিবার (১১ জুন) বাদ যোহর ঢাকাদক্ষিণ মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে প্রবাসী সাংবাদিক ও লেখক, গোলাপগঞ্জ প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রেসক্লাব’র ভূমি ও ভবন দাতা আনোয়ার শাহজাহান’র পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ সম্পাদক এডভোকেট মাওলানা রশীদ আহমদ, যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলাভাষী সম্পাদক ওলিউর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি শাহনুর আহমদ, সাবেক সভাপতি আবুল হাসনাত, অজামিল চন্দ্র নাথ, শহিদুর রহমান সুহেদ, সাংবাদিক আব্দুল আহাদ, ইউনুছ আহমদ চৌধুরী, মাহফুজ আহমদ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ মরহুমের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।