জুয়েল সাদত
আগামী ১০ ফেব্রুয়ারী ৩৮ তম ফোবানার কীক অব গালা পার্টির আয়োজন করা হয়েছে ভার্জিনিয়ায়।
“বাংলার চেতনায় বাঙালীর মুখ “ এই মটো কে সামনে রেখে ৩৮ তম ফোবানা হতে যাচ্ছে ভার্জিনিয়ার আর্লিংটনে।
আগামী ২০২৪ সালের আগষ্ট এর ৩০ ও ৩১ এবং সেপ্টেম্বর এর ১ তারিখ, তিন দিনের ফোবানার হোস্টিং করছে বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন( বাগডিসি) ।
ওয়াশিংটনে ফোবানার রয়েছে ঐতিহ্য। অনেকগুলো স্টেট এর সম্মিলন গ্রেটার ওয়াশিংটন। ৩৮ তম ফোবানাকে সফল করতে চম্যকার ভেন্যু নির্বাচন করেছেন হোস্ট কমিটি। ভার্জিনিয়ার আর্লিংটনের ক্রিস্টাল গেইটওয়ে ম্যারিয়েটই হল ৩৮ তম ফোবানার ভেন্যু বলে জানিয়েছেন হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি আবু রুমি, তিনি জানান ক্রিস্টাল গেইটওয়েক ম্যারিয়েট এ সকলের থাকার ব্যবস্থা হবে।
“বাংলার চেতনায় বাঙালীর মুখ” এই মটোকে সামনে রেখে ৩৮ তম ফোবানায় থাকবে গ্রেটার ওয়াশিংটনের সকল সাংস্কৃতিক সংগঠনগুলোর সরব উপস্থিতি। বাংলা সংস্কৃতিকে তুলে ধরা হবে নতুন প্রজন্মের মাধ্যমে।
৩৮ তম ফোবানার কনভেনর হিসাবে আছেন রোকশানা পারভিন, আবু রুমি মেম্বার সেক্রেটারী , হোস্ট প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু।
ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ( ফোবানা) এর ৩৮ তম আসর ভার্জিনিয়ায় অনুস্টিত হতে যাচ্ছে।
২০২৪ ফোবানার এক্জিকিউটিভ চেয়ারপার্সন এটর্নী মোহাম্মদ আলমগীর ও ২০২৪ ফোবানার এক্জিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর ৩৮ তম ফোবানায় সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
৩৮ তম ফোবানার মেম্বার সেক্রেটারী আবু রুমি জানান, আগামী ১০ ফেব্রুয়ারী ভার্জিনিয়ায় ফোবানার কীক অব গালা হবে, সেখানেই ফান্ড রাইজিং সহ বিস্তারিত জানানো হবে। ১১ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় ভেন্যু পরিদর্শনে যাবেন ফোবানার সদস্যরা ও হোস্ট কমিটি।
তাছাড়া ২৪ ফেব্রুয়ারী ঢাকায় প্রেস কনফারেন্স ও মিট এন্ড গ্রীট অনুস্টিত হবে। ঢাকায় ফোবানার নির্বাহী কমিটির ও হোস্ট কমিটির অনেকেই উপস্থিত থাকবেন। সেখানে ঢাকার মিডিয়াগুলো ছাড়াও সরকারের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন অতিথি হিসাবে।
তিনি আরও জানান, মধ্য ফেব্রুয়ারী থেকে ৩৮ তম ফোবানার কীক অব গালার পর, মুল কাজ শুরু হবে, শিল্পীর তালিকা সহ রিহার্সাল শুরু হবে। ফোবানায় কি কি থাকবে সব জানিয়ে দেয়া হবে।
হোস্ট বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন বাগডিসি একটি শক্তিশালী হোস্ট কমিটি গঠনের মাধ্যমে ৩৮ তম ফোবানা সফল করে তুলবে।
৩৮ তম ফোবানার হোস্ট প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু জানান, আমাদের কমিউনিটির সকলের সহযোগীতায় একটি মানসম্পন্ন ফোবানা হবে। আমরা সকলের সহযোগীতা চাই। ওয়াশিংটন থেকে ৩৭ বছর আগে ফোবানা শুরু, আমরা ৩৮ তম ফোবানা সফলে সকলের পরামর্শ নিব।
হোস্ট প্রেসিডেন্ট রুকশানা পারভীন, সকলের পরামর্শ ও সহযোগীতায় ৩৮ তম ফোবানার সফলতা আশা করেন।
গত ৪ ফেব্রুয়ারী রোববার ফোবানার এক্জিভিট সেক্রেটারী সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবীর আলমগীর এর উদ্যেগে মিডিয়া সাব কমিটির মিটিং অনুস্টিত হয়। সেই মিটিং এ ফোবানার প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর, হোস্ট কনভেনর রুকশানা পারভিন, হোস্ট মেম্বার সেক্রেটারী আবু রুমি, হোস্ট সভাপতি নুরুল আমিন নুরু , ফোবানার নির্বাহী সহ সভাপতি মাুসদ রব, সাংবাদিক জুয়েল সাদত, সাংবাদিক সাবেদ সাথি,সাংবাদিক পুলক মাহমুদ, মিডিয়া ব্যাক্তিত্ব এন্থনী পিউস গোমেজ ও সাংবাদিক সাইদা সাথি মুক্ত আলোচনা করেন। কিভাবে ৩৮ তম ফোবানায় মিডিয়া ভুমিকা রাখতে পারে।
কীক অব গালার ভেন্যু হলিডে ইন, ৬৪০১ ব্রান্ডন এভিনিউ স্প্রিংফিল্ড ভার্জিনিয়ায় ২২১৫০, বিকাল ৫.৩০ এ শুরু হয়ে শেষ হবে রাত ১১ টায়।
হোস্ট প্রেসিডেন্ট রুকশানা পারভীন ও হোস্ট সেক্রেটারী আবু রুমি সকলকে ১০ ফেব্রুয়ারী কীক অব গালায় ভার্জিনিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন।