ভার্জিনিয়ার আর্লিংটনে ৩৮ তম ফোবানার আসর বসবে
প্রকাশিত হয়েছে : ৪:০৫:৪১,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ৫৪৬ বার পঠিত
জুয়েল সাদত
“ বাংলার চেতনায় বাঙালীর মুখ “ এই মটো কে সামনে রেখে ৩৮ তম ফোবানা হতে যাচ্ছে ভার্জিনিয়ার আর্লিংটনে।
আগামী ২০২৪ সালের আগষ্ট এর ৩০ ও ৩১ এবং সেপ্টেম্বর এর ১ তারিখ, তিন দিনের ফোবানার হোস্টিং করছে বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন
( বাগডিসি) ।ওয়াশিংটনে ফোবানার রয়েছে ঐতিহ্য। অনেকগুলো স্টেট এর সম্মিলন গ্রেটার ওয়াশিংটন। ৩৮ তম ফোবানাকে সফল করতে চম্যকার ভেন্যু নির্বাচন করেছেন হোস্ট কমিটি। ভার্জিনিয়ার আর্লিংটনের ক্রিস্টাল গেইটওয়ে ম্যারিয়েটই হচ্ছে ৩৮ তম ফোবানার ভেন্যু বলে জানিয়েছেন হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী মোহাম্মদ কাজল। মোহাম্মদ কাজল আরো জানান, ক্রিস্টাল গেইটওয়েক ম্যারিয়েট এ সকলের থাকার ব্যবস্থা হবে। এই হোটেলেই ফোবানার তিন দিনের সব অনুস্টান সফল ভাবে সম্পন্ম সম্ভব। আমরা ভেন্যু চেঞ্জ করেছি অনেক চিন্তা ভাবনা করে। আশা করছি ফোবানায় আগত সকলের ভাল লাগবে।
“বাংলার চেতনায় বাঙালীর মুখ” এই মটোকে সামনে রেখে ৩৮ তম ফোবানায় থাকবে গ্রেটার ওয়াশিংটনের সকল সাংস্কৃতিক সংগঠনগুলোর সরব উপস্থিতি। বাংলা সংস্কৃতিকে তুলে ধরা হবে নতুন প্রজন্মের মাধ্যমে।
৩৮ তম ফোবানার কনভেনর হিসাবে আছেন রোকশানা পারভিন, মোহাম্মদ কাজল মেম্বার সেক্রেটারী, হোস্ট প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু, আবু রুমি কালচারাল চেয়ারম্যান, এন্থনী পিউস হোমেজ চীফ কো অর্ডিনেটর, কচি খান ইভেন্ট ম্যানেজমেন্ট চেয়ারম্যান ও ফখরুল ইসলাম আছেন ট্রেজারার হিসাবে।
ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ( ফোবানা) এর ৩৮ তম আসর ভার্জিনিয়ার আর্লিংটনে অনুস্টিত হতে যাচ্ছে ৩০ আগস্ট থেকে ১ লা সেপ্টেম্বর ২০২৪ ।
২০২৪ সালের ফোবানার এক্জিকিউটিভ চেয়ারপার্সন এটর্নি মোহাম্মদ আলমগীর ও ২০২৪ ফোবানার এক্জিকিউটিভ সেক্রেটারী সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবীর আলমগীর, ৩৮ তম ফোবানায় সকলকে আমন্ত্রণ জানিয়েছেন ভার্জিনিয়ায়।
আগামী বছরের প্রথম দিকে কীক অব পার্টি আয়োজনের মাধ্যমে ৩৮ তম ফোবানার বিস্তারিত জানানো হবে। হোস্ট বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন বাগডিসি একটি শক্তিশালী হোস্ট কমিটি গঠনের মাধ্যমে ৩৮ তম ফোবানা সফল করে তুলবে। বাগডিসি ওয়াশিংটনের একটি অত্যন্ত পরীক্ষিত সংগঠন । বাগডিসি অনেক সফল অনুস্টানের আয়োজন করেছিল অতীতে, ফোবাবায় ও বাগডিসি সব সময় ভাল পারফর্ম করে।। এবার বাগডিসি হোস্ট হিসাবে একটি মানসম্মত ফোবানা উপহার দেবার প্রত্যয় ঘোষনা করেছে।
যে কোন যোগাযোগ : Fobanaonline.com রোকশানা পারভীন : 703 843 8854 :মোহাম্মদ কাজল 443 333 7266 নুরুল আমিন নুরু 703 930 2490 আবু রুমি 703 861 1606।