পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ৭:০৩:১৯,অপরাহ্ন ২০ এপ্রিল ২০২৩ | সংবাদটি ১২৫৭ বার পঠিত
গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন ‘ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র পক্ষ থেকে ৫শতাধিক পরিবারকে নগদ ২হাজার টাকা করে গরিব অসহায় পরিবারকে আর্থিক অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।
গত ১৬এপ্রিল, রবিবার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ (দত্তরাইল) এর অফিস কক্ষে বিভিন্ন গ্রামের প্রতিনিধিদের হাতে ১০ লক্ষাধিক টাকার অনুদান বুঝিয়ে দেয়া হয়। আনুষ্ঠানিক ভাবে প্রত্যেক গ্রামের দায়িত্বশীলদের হাতে টাকা তুলে দেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন।
অধ্যক্ষ রেজাউল আমিন সহ যাঁরা গ্রামের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন তাঁরা হলেন, কানিশাইল গ্রামের ময়নুল ইসলাম, খছরুল ইসলাম এবং রিপন চৌধুরী, দত্তরাইল গ্রামের আতাউর রহমান উতু মিয়া, আনোয়ার মিয়া এবং বিলকিস মিয়া। রায়গড় গ্রামের হোসাইন আহমদ ও আনোয়ার হুমায়ুন, নগর ও মিশ্রপাড়া গ্রামের লকু মিয়া এবং হাফিজ সুন্নাহ। বারকোট গ্রামের জুবায়ের সিদ্দিকী, শিলঘাট গ্রামের দেলোয়ার হোসেন টিপু, ধারাবহর গ্রামের হোসাইন আহমদ (রায়গড়), নিশ্চিন্ত ও খদ্দাপাড়া গ্রামের সাহেল আহমদ এবং আব্দুস সামাদ। মুকিতলা গ্রামের জমাদ আহমদ, সুনামপুর ও ইসলামপুর গ্রামের ফারুক মিয়া ও আব্দুল করিম কাসেমী এবং নালীউরি ময়নুল ইসলাম (কানিশাইল) প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, ঢাকাদক্ষিণ ইউপির ৫নং ওর্য়াডের সাবেক মেম্বার ও স্কুল গভর্নিং বডির সদস্য সেলিম আহমদ, ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার হোসাইন আহমদ, রেজাউল ইসলাম রাজু, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সহ-অর্থ সম্পাদক জুবায়ের সিদ্দিকী প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন যে, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠার পর থকে সংস্থাটি এলাকার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রমজান মাসে গরীব-অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান, চিকিৎসা সহায়তা প্রাকৃতিক ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের আর্থিক সহায়তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা এই মহৎ উদ্যোগে যারা সহযোগিতা করেছেন এবং ঢাকাদক্ষিণ এলাকায় বন্টন কাজে যাঁরা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি নুর উদ্দিন শানুর মিয়া, সাধারণ সম্পাদক ইয়ামিম হোসেন দিদার এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ শামিম আহমদ সহ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ।