মৌলভীবাজারে ‘আত্মার আত্মীয়’র ইফতার, সেহরির খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২:২৭:২৯,অপরাহ্ন ২৫ মার্চ ২০২৩ | সংবাদটি ১২০২ বার পঠিত
কাজল রশীদ:
মৌলভীবাজার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘আত্মার আত্মীয়’-এর উদ্যোগে ২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে শহরে শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়দের মাঝে ইফতার ও সেহরির খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- আত্মার আত্মীয়’র সদস্য- কাজী আসাদুজ্জামান, সৈয়দ মোকাম্মিল আলী, রেজাউর রহমান, সৈয়দ সাহেদ আহমদ, সৈয়দ সুজা, মুক্তার আহমেদ, সাহিদ আহমেদ, সায়েক আহমদ, মোঃ ছালিক আহমেদ ও তাপস দাস প্রমুখ। আমেরিকা থেকে ফান্ড কালেকশনে সহযোগিতা করেন সৈয়দ শরীফ আহমদ।
জানা যায়, মৌলভীবাজার শহর ও শহরের আশ-পাশের ২৫০টি অসহায় পরিবারের মাঝে ইফতার ও সেহরির এই খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিলো সয়াবিন তেল ৫ কেজি, চিনি ১ কেজি, ছোলা ২ কেজি, মুশুরি ডাল ২ কেজি, আতপ চাউল ২ কেজি ও নগদ ৫০০ টাকা।
উল্লেখ্য, “আত্মার আত্মীয়” মৌলভীবাজার সরকারি কলেজ ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে সমমনাদের একটি প্লাটফর্ম। আত্মার আত্মীয় প্লাটফর্মের সদস্যরা লন্ডন, আমেরিকা, কানাডা, ইটালি ও মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদের সমন্বয়ক হিসেবে কাজ করছেন লন্ডন প্রবাসী কবি কাজল রশীদ। দেশ-বিদেশের সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়ালি মতবিনিময়ে মিলিত হন এবং প্রাকৃতিক দুর্যোগ, শীত মৌসুমসহ নানা সময়ে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ান।