ফেসবুক বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়: তারানা হালিম
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:১৩,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০১৭ | সংবাদটি ৫৬০ বার পঠিত
আমাদের প্রতিদিন::
রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি স্পষ্টভাবে জানালেন, নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়।
মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ৩টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তারানা হালিম বলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দৃঢ়ভাবে বলতে চায় কোন ঘণ্টার জন্যই ফেসবুক বন্ধের সিদ্ধান্ত নেয়নি। মাঝরাতে ছয় ঘণ্টার জন্য ফেসবুক বন্ধ হচ্ছে এ ধরনের খবর প্রকাশিত হওয়ায় আমি মর্মাহত হয়েছি, কষ্ট পেয়েছি। ফেসবুক বন্ধ সম্পর্কে যেসব রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক।
তিনি বলেন, ইস্যুটি খুবই স্পর্শকাতর, ফলে এ সংক্রান্ত বিষয়ে আপনাদের (সাংবাদিকরা) আমার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি। আমি সবার সঙ্গে কথা বলি। এমনকি কেউ এসএমএস করলে তারও জবাব দেই।
তারানা হালিম বিস্ময় প্রকাশ করে বলেন, বর্তমান সরকার ডিজিটাল সরকার, কাজেই ডিজিটাল দেশ গড়তে বাধা সৃষ্টি করে এমন কোনও সিদ্ধান্ত সরকার নেবে না। ছোটবেলায় শুনেছি তিল থেকে তাল হয়, যেখানে তিলই নেই সেখানে তাল হলো কী করে? ফেসবুক বন্ধের বিষয়টি কোন আলোচনার পর্যায়ে আসেনি, তাহলে এটি নিউজ হলো কিভাবে?
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক নিয়ে বিভ্রান্তি দূর করার জন্য সাংবাদিকদের ডেকেছি। আমাদের কাছে কারিগরি মতামত চাওয়া হয়েছিল। আমরা এ বিষয়ে ফেসবুক বন্ধ না করার পক্ষে মতামত দিয়েছি। এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে, তা দুঃখজনক। আমরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) জানিয়েছি।
বিটিআরসিকে সরকার কি মতামত জানিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা জানিয়েছি, ফেসবুক বন্ধ রাখা সম্ভব না। কারণ ফেসবুক শুধু শিক্ষার্থীরা ব্যবহার করে না, এটা বয়স্করাও ব্যবহার করেন। আর ই-কমার্স ফেসবুকের মাধ্যমেই হয়। এছাড়া আমাদের দেশে যখন রাত অন্য দেশে তখন দিন। কাজেই এটা সমীচিন হবে না। চিঠিতে আমরা অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছি। তাদের ফেসবুকসহ ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছি।