তরুন সংঘের স্বজন সমাবেশ আজ সিলেটে। সাজ সাজ রব চা বাগানে
প্রকাশিত হয়েছে : ১:৪৬:১৮,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৭৩৫ বার পঠিত
ডেস্ক রিপোট –
আজ শনিবার ৮ জানুয়ারী সিলেট বিভাগের সবচেয়ে প্রাচিন সংগঠন মালনীছড়া তরুন সংঘের ৫২ তম প্রতিষ্টাবার্ষিকী হিসাবে “স্বজন সমাবেশ” সিলেট শহরের আলী বাহার চা বাগানের কোম্পানী বাংলাতে অনুষ্টিত হবে।
আজ শনিবার কিছুক্ষন পরেই সকাল সাড়ে ৯ টায় তরুন সংঘের স্বজন সমাবেশ আনুষ্টানিক উদ্ভোধন হতে যাচ্ছে সিলেটের আলী বাহার চা বাগানরের কোম্পানি বাংলাতে।
ব্যাপক উ্যসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ ৮ জানুয়ারী দিন ব্যাপী স্বজন সমাবেশ সকাল ৯ টায় উদ্ভোধন হবে যা চলবে রাত ৮ পর্যন্ত।
“স্বজন সম্মিলন ২০২২” এর আপ্যায়ন উপ কমিটির মতামতের ভিত্তিতে এবং “স্বজন সম্মিলন ২০২২” এর আহবায়ক কমিটির অনুমোদনক্রমে খাবারের মেনু নির্ধারণ করা হয়। স্বজন সমাবেশর খাবারের তালিকায় থাকছে, প্রায় দুশো অতিথি উপস্থিত থাকবেন।
সকালের নাস্তা :-সময় সকাল ১০.০০ ঘটিকা/ ১ সিঙ্গারা
২/শুকনো মিষ্টি ৩ /আফলাতুন ৪/ মিনারেল ওয়াটার ৫০০ মিলি
৫/ চা/কফি
দুপুরের ফলাহার:-সময় দুপুর-১২.০০ ঘটিকা
১/কমলা ২/কলা
মধ্যাহ্ন ভোজ: সময় বেলা-২.০০ ঘটিকা
১/মাটন কাচ্চি বিরিয়ানি ২/প্লেইন পোলাও(যারা কাচ্চি বিরিয়ানি খাবেন না উনাদের জন্য ৩/মোরগের রোস্ট ৪/সিদ্ধ ডিম ৫/মিক্সড সালাদ ৬/বোরহানী ৭/কোমল পানীয় ৮/মিনারেল ওয়াটার ৯/পান মশলা
বিকালের নাস্তা: সময় বিকাল- ৪.০০ ঘটিকা
১/চটপটি ২/ফুচকা ৩/ঝাল- মুড়ি চানাচুর ৫/চিপস (বাচ্চাদের জন্য)
৬/ চা-কফি। বিশেষ আকর্ষণ–সুবিশাল পার্টি কেইক
মালনী ছড়া তরুন সংঘের সদস্যদের প্রকাশিত বই উপহার দেয়া হবে । লেখক কানন বালা দেবীর ৩০ টি বই, আমেরিকার জুয়েল সাদতের ২০ টা বই, কানাডার সুচিত্রা সেনের ১৫ টি শুভেচ্ছা স্বরুপ উপহার পাবেন।
দিনব্যাপী উ্যসব মুখর পরিবেশে তরুন সংঘের স্বজন সমাবেশ উপলক্ষ্যে দেশ বিদেশ থেকে তরুন সংঘের সদস্যরা বর্তমানে সিলেট পৌছেছেন। নানা কার্যক্রমের মধ্যে স্বজন সমাবেশ এর দিনের কার্যসুচি প্রনয়ন করা হয়েছে। স্মৃতি চারন, খেলাধুলা,আলোচনা ও সংগীতানুষ্টান এবং গুনিজন সম্ভর্ধনা থাকছে।
১৯৬৯ সালে প্রতিষ্টিত মালনীছড়া তরুন সংঘ, সিলেটের একটি প্রাচীন ও মানসম্পন্ন ক্রীড়া সংগঠন হিসাবে সমাদৃত ছিল। ১৯৯৮ সালে সর্বশেষ সংগঠনের ৩০ বছর পুর্তি অনুষ্ঠিত হয়েছিল। সংগঠনটি সিলেটের যুদ্বপরবর্তি সময়কালের অন্যতম সংগঠন ছিল। যা সিলেটের ক্রীড়াঙ্গনে নানা ভুমিকা রেখেছিল। বর্তমানে তরুন সংঘের আলোকিত সদস্যরা দেশ বিদেশে প্রতিভার সাক্ষর রেখে যাচ্ছেন। এবারের স্বজন সমাবেশে তরুন সদস্যদের সর্বোচ্চ উপস্থিত থাকবেন। তরুন সংঘের বিদেশে অবস্থানরত সদস্যরা ব্যাপক সারা দিয়েছেন এই প্রীতি সম্মেলন সফল করতে।
সকালের নাস্তা দুপুরের লাঞ্চ সহ থাকছে নানা মুখরোচক খাবার ছাড়াও থাকবে গুনিজন সম্বর্ধনা সহ নানা সেগমেন্ট। স্বজন সমাবেশের আহবায়ক কমিটির দেবাঞ্জন সোম উত্তম ও রুহুল আমিন রিপন সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।।আর দুই ঘন্টা পরে পর্দা উঠবে এক মহা মিলনের।
মালনীছড়া তরুন সংঘের সভাপতির শুভেচ্ছা পত্র
মালনীছড়া তরুন সংঘের সভাপতি সাংবাদিক কলামিষ্ট ও আমেরিকার কমিউনিটি একটিভিষ্ট জুয়েল সাদত, এক শুভেচ্ছা পত্রে তরুন সংঘের স্বজন সমাবেশ ২০২২ এর সাফল্য কামনা করেন। তিনি উল্লেখ করেন ১৯৯৮ সালে ৩০ বছর পুর্তি উ্যসবের পরে এক দীর্ঘ বিরতির পরে পৃথিবী ব্যাপী পেন্ডামিকে পরে এই বৃহদাকার মিলন মেলা সবার জীবনে উজ্জ্বল স্মৃতি হিসাবে থাকবে।
সদস্য সচিব রত্নজিত দাস পাপ্পু ও সভাপতি জুয়েল সাদাত তরুন সংঘের দীর্ঘ মেয়াদী দায়িত্ব পালন করেছেন। তরুন সংঘ একটি মর্যাদাকর সংগঠন, তার ভাবমুর্তি উজ্জল রাখতে তারা সচেষ্ট ছিলেন। বিদেশে অবস্থানরত তরুন সংঘের সদস্য্ ও দেশের সদস্যদের সমন্বয করতে জনাব পাপলু সাহেবের ওয়াটস আপ “মোরা বাগানী” ইতিহাসে স্থান করে নিবে। তরুন সংঘের একটি ফেসবুক পেইজ ও কাজ করছে। জুয়েল সাদাত পুরো স্বজন সমাবেশে কোন ভুল ত্রুতি সহজ ভাবে নেবার আহবান জানান। পাশাপাশি কেউ দাওয়াত না পেয়ে থাকলেও তা অনিচ্ছাকৃত ভুল হিসাবে মার্জনা করবেন। যদি তরুন সংঘ সক্রিয় করার সকলে ইচ্ছা পোষন করেন তার প্রতি পুর্ন অগ্রিম সমর্থন জানান জুয়েল সাদাত।
একটি অসাধারন দিনের ও সুন্দর সুখের স্মৃতি অবলোকন করার প্রত্যাশায়।