আগামী ১ আগষ্ট লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে নৌকা বাইচ
প্রকাশিত হয়েছে : ১২:৫৬:২৬,অপরাহ্ন ২৮ জুলাই ২০২১ | সংবাদটি ১০৮১ বার পঠিত
আগামী ১ আগষ্ট রবিবার 50 Active Club UK এর আয়োজনে লন্ডনে “চ্যারেটি নৌকা বাইচ” এর আয়োজন করা হয়েছে। উপজেলা ভিত্তিক এই প্রতিযোগিতায় গোলাপগঞ্জ উপজেলাও অংশগ্রহণ করছে। সিলেট বিভাগের ১০টি উপজেলা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
আজ মঙ্গলবার গোলাপগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন (ঢাকাদক্ষিণ), মোহাম্মদ জাকারিয়া (শিলঘাট), আব্দুস সামাদ (লক্ষনাবন্দ), রায়হান উদ্দিন (ঢাকাদক্ষিণ), আব্দুল বাছির (ঢাকাদক্ষিণ), আনোয়ার শাহজাহান (ঢাকাদক্ষিণ), নুরুল ইসলাম (ঢাকাদক্ষিণ), মোহাম্মদ জাকারিয়া (গোলাপগঞ্জ), সায়ফুল ইসলাম (লক্ষনাবন্দ), কবির আহমদ (লক্ষনাবন্দ), হাসান আহমদ (বুধবারীবাজার) প্রমুখ।
নৌকা বাইচে গোলাপগঞ্জ উপজেলার যারা অংশগ্রহণ করতে আগ্রহী তাদেরকে আগামী ২৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭ঘটিকার মধ্যে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
১ আগষ্ট নৌকা বাইচ, লুঙ্গী দৌড়, ক্যারেম প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন রয়েছে। পুরো পরিবার নিয়ে উপভোগ চলে আসুন। গোলাপগঞ্জের মুখ উজ্জ্বল করুন।
#Vanue: Fairlop Waters Country Park, Forest Road, IG6 3HN
Stats from 10.00 AM
Free Entry
Children’s Activities
Family Funday
Parking Available
আগামী ১ আগষ্ট পুরো পরিবার নিয়ে অংশগ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
Riaz 07961 537789
Zakaria 07930 0552406
Samad 07956 007351
Rayhan 07957 384924