ড. এনামুল হক সরদারসহ ২ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা
প্রকাশিত হয়েছে : ১০:৩৯:০৬,অপরাহ্ন ১২ অক্টোবর ২০২০ | সংবাদটি ৭৩৬ বার পঠিত
সিলেট অফিস : শাহজালাল সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও এম এস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এনামুল হক সরদারসহ ২ জনের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলা করেছে দি ম্যান এন্ড কোম্পানী কর্তৃপক্ষ। মামলায় শাহজালাল সিটি কলেজ অধ্যক্ষকেও আসামী করা হয়েছে।
কলেজ প্রতিষ্ঠা করে ভাড়া পরিশোধ না করায় সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন আদালতে এ মামলা করেন দি ম্যান এন্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমদ মিছবাহ। মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালে একটি প্রাইভেট কলেজ প্রতিষ্ঠার জন্য গার্ডেন টাওয়ারের ৫নং বøকের একটি ফ্লোর ভাড়া নেন এনামুল হক সরদার। এরপর থেকে সেখানে ধাপে ধাপে কলেজের জন্য এম এস ফাউন্ডেশনের নামে আরো ফ্লোর ভাড়া নেন। কিন্তু সময়ে সময়ে ভাড়া পরিশোধ না করায় গার্ডেন টাওয়ার কর্তৃপক্ষ তাঁকে তাগাদা দেন। তবুও ভাড়া পরিশোধ না করায় প্রায় ৭৫ লক্ষ টাকার মত বকেয়া রয়ে গেছে। বারবার চুক্তি করে টাকা পরিশোধ না করায় গার্ডেন টাওয়ার এর নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দ্য ম্যান কোম্পানী তাঁর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমদ মিসবাহ বাদী হয়ে প্যানাল কোডের ৪০৬/৪২০/৩৪ ধারার আইনে এ মামলা (সি আর মামলা নং ৯৮৯/২০২০)করেন। তাঁর পক্ষে আইনজীবি ছিলেন এডভোকেট সামিউল আলম ও এডভোকেট খিজির আহমদ। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আইনজীবি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এনামুল হক লস্কর বিগত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী এডভোকেট লুৎফুর রহমানের বিরুদ্ধে প্রতিদ্ধন্ধিতা করেন। এরপর বিগত জাতীয় নির্বাচনেও সিলেট ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।