সিলেট নগরীর আবু তুরাব জামে মসজিদে দু`পক্ষের সংঘর্ষ!
প্রকাশিত হয়েছে : ৩:১০:৫৯,অপরাহ্ন ০৮ জুলাই ২০২০ | সংবাদটি ৫৮৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট নগরীর শাহ আবু তুরাব জামে মসজিদ কমিটির দু`পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই মামলা করছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) মসজিদ কমিটির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছয়জন সামান্য আহত হন। পরে খবর পেয়ে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে।
ব্যবসায়ীরা জানান, মসজিদের কমিটি নিয়ে প্রায় তিন সপ্তাহ থেকে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এ নিয়েই মঙ্গলবার সংঘর্ষ বাঁধে।
খবর পেয়ে কোতোয়ালি থানাপুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় উভয়পক্ষের মারুফ, মাছুম, মিলাদ, ফারুক, ইমরান ও আসাদ নামে কয়েকজন আহত হন।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষ থেকেই মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কতোয়ালি থানা পুলিশ। তবে মামলা এখনও রুজু হয়নি।