দেশে আসা প্রবাসীদের কর্মসংস্থানে জাতিসংঘের সহযোগিতা কামনা
প্রকাশিত হয়েছে : ৪:৫৯:৩৫,অপরাহ্ন ০২ জুলাই ২০২০ | সংবাদটি ৪০৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে ফিরে আসা প্রবাসীদের কর্মসংস্থান তৈরিতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পোর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিশ্বসংস্থাটির প্রতি এ আহ্বান জানান।
এই পরিস্থিতি প্রতিরোধে অংশীদারিত্বে জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জরুরী ও পুনর্বাসন তহবিলের আওতায় এসব কর্মহীন শ্রমিকদের দক্ষতার ভিত্তিতে কাজে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়া উচিত জাতিসংঘের।
মিয়ানমারের চলমান সহিংসতা ও থমকে থাকা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। দেশটির ওপর চাপ তৈরিতে বিদ্যমান ত্রিপক্ষীয় সমঝোতার অধীনে গঠনমূলক উদ্যোগ নেয়ার তাগিদ পররাষ্ট্রমন্ত্রীর।