বিভাগের মধ্যে আক্রান্তে শীর্ষে সিলেট জেলা!
প্রকাশিত হয়েছে : ৯:২৯:৪৯,অপরাহ্ন ২২ জুন ২০২০ | সংবাদটি ৪৭৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে করোনাভাইরাসে নতুন করে আরও ৪০ জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের এ ৪০ জনের মধ্যে সিলেট সদর উপজেলার ২০ জন, জকিগঞ্জ উপজেলার ৭ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ জন, বিয়ানীবাজার উপজেলার ৬ জন, কানাইঘাট উপজেলার ২ জন ও গোলাপগঞ্জ উপজেলার ২ জন। আক্রান্তের তালিকায় সিলেটের ফজলুল হক ও এম এ এস আনসারী নামে দুই চিকিৎসকও রয়েছেন।
নতুন ৪০ জন নিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৮৫৪ জনে।
সোমবার (২২জুন) সিলেট ওসমানী হাসপাতাল ল্যাবে পরীক্ষা করে তারা শনাক্ত হন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানীর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে সিলেট জেলার ৪০ জন ও সুনামগঞ্জের একজনের পজেটিভ আসে।
এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩৭৮ জন। এরমধ্যে সিলেটে ১৮৫৪ জন, সুনামগঞ্জে ৮২৭ জন, মৌলভীবাজারে ২৮৪ জন ও হবিগঞ্জে ৪১৩ জন।