জোনভিত্তিক লকডাউন নিয়ে বিভ্রান্তির সরকারী ব্যাখ্যা!
প্রকাশিত হয়েছে : ৬:২০:৩০,অপরাহ্ন ১৭ জুন ২০২০ | সংবাদটি ৪৮৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জোনভিত্তিক লকডাউন নিয়ে বিভ্রান্তি নিরসনে এর ব্যাখ্যা দিয়েছে সরকার। এতে বলা হয়েছে, স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়েই যখন প্রয়োজন হবে তখনই রেড জোন ঘোষণা দেয়া হবে।
মঙ্গলবার (১৬ জুন) লকডাউনের ব্যাখ্যা সংক্রান্ত সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, রেড জোন ঘোষণা বা রেড জোন পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়েই যখন প্রয়োজন তা করা হবে এবং স্থানীয় কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে। এ বিষয়ে সবার বিভ্রান্তি নিরসন হওয়া প্রয়োজন।
কেন্দ্রীয় কারিগরি গ্রুপও অব্যাহতভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত ব্যবহার করে এলাকাভিত্তিক পরিস্থিতি পর্যালোচনা করছে এবং অধিকতর বাস্তবমুখী সংজ্ঞা ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তথ্য বিবরণীতে জানানো হয়।
এতে বলা হয়, সেই অনুযায়ী ঢাকা সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন এলাকায় সংজ্ঞানুযায়ী যেখানে যখন প্রয়োজন তখন রেড জোন ঘোষণা করা হবে।