হবিগঞ্জে নতুন ১৩ জনসহ আক্রান্ত ২৪০
প্রকাশিত হয়েছে : ৩:২৫:১৩,অপরাহ্ন ১৩ জুন ২০২০ | সংবাদটি ৩৭০ বার পঠিত
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে সংবাদদাতা:: হবিগঞ্জ জেলায় নতুন করে আরো ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া গেছে।
শনিবার (১৩ জুন) বিকেলে হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৪০ জন।
নতুন আক্রান্তদের মধ্যে চুনারুঘাটের ৬ জন, বাহুবলের ৪জন ও হবিগঞ্জ সদরের ৩ জন। জেলায় আক্রান্তেদের মধ্যে ১৩৫জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং ২জন মারা গেছেন।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে ১৪২জন সুস্থ হয়ে উঠেছেন এবং ৪জন মারা গেছেন।