আহমদ শফীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন, দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ৪:১৭:৩২,অপরাহ্ন ০৮ জুন ২০২০ | সংবাদটি ৪৪৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর চিকিৎসায় সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
আল্লামা শাহ আহমদ শফী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানি। তার শারিরীক অবস্থা একটু ভালো বলে জানান তিনি।
এসময় তিনি দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের কাছে আল্লামা শাহ আহমদ শফীর সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।
আল্লামা শফীর চিকিৎসার সাথে সংশ্লিষ্ট একজন চিকিৎসক জানিয়েছেন ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী আট ধরনের রোগে ভুগছেন। তার সুচিকিৎসা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে।
হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আল্লামা শফী দীর্ঘদিন ধরে বার্ধ্যকজণিত নানা রোগে ভুগছেন। দুই সপ্তাহ আগে তিনি ঢাকা থেকে চিকিৎসা নিয়ে মাদ্রাসায় ফেরেন। এর পর থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন।
রবিবার (৭ জুন) সন্ধ্যার দিকে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি চমেকের আইসিইউ ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, আল্লামা শাহ আহমদ শফী চিকিৎসাধীন আছেন এবং ভালো আছেন।