সিলেটের দু’টি ল্যাবে একদিনে শনাক্ত ৫৯ জন!
প্রকাশিত হয়েছে : ৫:১০:২৯,অপরাহ্ন ০২ জুন ২০২০ | সংবাদটি ৪১২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে নতুন করে আরও ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগজুড়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০৯৯ জনে।
নতুন আক্রান্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ৪৯ জন ও সুনামগঞ্জ জেলার ১০ জন রয়েছেন।
সোমবার (১ জুন) সিলেট ওসমানী হাসপাতাল ও শাবির ল্যাবে পৃথক নমুনা পরীক্ষায় এই ৫৯ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপ পরিচাপলক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীতে ১৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের করোনা শনাক্ত হয়।
তিনি আরও জানান, শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট নগরী ও সদর উপজেলার রোগী রয়েছেন জানিয়ে তিনি বলেন, জকিগঞ্জ, কানাইঘাট ও গোলাপগঞ্জ উপজেলার রোগীরাও আছেন শনাক্তদের তালিকায়।
এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়। তাদের সকলেই সুনামগঞ্জ জেলায়। এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হয় ১৭৭ টি।
এনিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১০৯৯ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৬১৪ জন, সুনামগঞ্জে ১৭৪ জন, হবিগঞ্জে ১৯২ জন ও মৌলভীবাজারে ১২৮ জন শনাক্ত হয়েছেন।