বাড়ছে না সাধারণ ছুটি, ১৫ জুন পর্যন্ত বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান!
প্রকাশিত হয়েছে : ২:১৫:৪৩,অপরাহ্ন ২৭ মে ২০২০ | সংবাদটি ৬৩২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নতুন করে আর সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দীর্ঘ ৬৭ দিন সরকারি অফিস বন্ধ থাকার পর এ নতুন ঘোষণা কার্যকর করতে যাচ্ছে সরকার।
আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধিসহ কিছু নিয়ম মানা সাপেক্ষে খুলছে সব সরকারি অফিস। তবে আগামী ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বুধবার (২৭ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী মহিলারা আপাতত অফিসে আসবেন না, গণপরিবহনও বন্ধ থাকবে। আগামী ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে।
করোনাভাইরাসের বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় গত ১৭ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটির সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।