৩৮ হাজার ছাড়িয়েছে আক্রান্ত , মৃত্যু বেড়ে ৫৪৪
প্রকাশিত হয়েছে : ১:৫৭:০২,অপরাহ্ন ২৭ মে ২০২০ | সংবাদটি ৩৭৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রতিদিনই ভারী হচ্ছে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের তালিকা। সর্বশেষ চব্বিশ ঘণ্টায় ১ হাজার ৫৪১ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্ত দাড়িয়েছে ৩৮ হাজার।আর মৃত্যুর সংখ্যাও ২৪ ঘন্টায় ২২ জনসহ মোট মৃত্যু দাড়িয়েছে ৫৪৪ জনে।
বুধবার (২৭ মে) নিয়মিত বুলেটিনে জানানো হয় চব্বিশ ঘণ্টায় করোনাভাইরানে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে ১ হাজার ৫৪১ জনের শরীরে।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মিলে।
নতুন ৩৪৬ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯২৫ জন।
দেশে শনাক্তের বিবেচনায় মৃত্যুর ১.৪২ শতাংশ; সুস্থতার হার ২০.৭০ শতাংশ।
আক্রান্ত-মৃত্যুর অধিকাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। সবশেষ চব্বিশ ঘণ্টার তথ্যেও তাই দেখা গেছে।
সবশেষ মৃত্যুবরণ করা ২২ জনে পুরুষ ২০ জন, নারী দুজন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন (ঢাকা শহরের পাঁচজন), চট্টগ্রাম বিভাগের ১০ জন এবং সিলেট বিভাগের দুজন। হাসপাতালে মৃত্যু হয়েছে ২১ জনের; একজনের মৃত্যু হয়েছে বাসায়।