ঈদ নিয়ে ব্যস্ত সবাই, তারা ব্যস্ত করোনায় মৃতদের লাশ দাফনে
প্রকাশিত হয়েছে : ২:৫৮:৪৭,অপরাহ্ন ২৫ মে ২০২০ | সংবাদটি ৬৬০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সবাই যখন পরিবার, পরিজনের সাথে ঈদ করা নিয়ে ব্যস্ত। তখন আল মানাহিলের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দীন জমির, নির্বাহী পরিচালক ফরিদ উদ্দীন জমির, শিহাব উদ্দীন জমির ও ভলন্টিয়াররা তাদের নিজেদের ঈদের আনন্দকে বিসর্জন দিয়ে করোনায় মৃতদের লাশ দাফন নিয়ে ব্যস্ত।
ঈদের খুশিতে পরিবার পরিজনের কাছে চাইলেও যেতে পারছেনা তারা।
সোমবার (২৫ মে) সকাল থেকে ৭টি লাশ দাফন করেছেন তারা।
সবাই তাদের জন্য দোয়া করবেন। তারা নিজের সুখকে বিসর্জন দিয়ে অন্যের শোকে পাশে দাড়াচ্ছে।
আসুন আমরা এই ঈদের দিনে প্রতিবেশী এবং অসহায় মানুষের পাশে দাড়াঁই। বেশি বেশি সদকা করি। কেননা, দান সদকায় বিপদ-আপদ দূর হয়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন: তোমরা দান-সদকায় অগ্রগামী হও, কেননা বিপদ-মুসিবত সদকাকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারে না।’ (তাবরানি : ৫৬৩৯)
আপনিও দাফন-কাফন সহ আল মানাহিলের যে কোন প্রজেক্টে অংশীদার হতে পারেন।
বিকাশ করুন 01864-486804 (পার্সোনাল) নাম্বারে। অথবা যোগাযোগ করুন- 01815602686 এই নাম্বারে।