ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ক্যান্সার দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:৫৯,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৯৯৪ বার পঠিত
সিলেটে আন্তর্জাতিক ক্যান্সার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপি ও ক্যান্সার বিভাগের আয়োজনে হাসপাতাল এলাকায় বের করা হয় এক বর্ণাঢ্য র্যালী।
র্যালী শেষে ওসমানী হাসপাতাল হল রুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক মোর্শেদ আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুস ছবুর মিঞা, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. রোকন উদ্দীন আহমেদ, ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. মোশারফ হোসেন, সাইকিয়াট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস কে রয়েল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার ভৌমিক, ডা. কল্লোল বিজয় কর প্রমুখ।
বক্তারা বলেন, ক্যান্সার একটি মারাত্মক ও ভীতিকর রোগ। শরীরের যে কোনো অঙ্গেই এ রোগ হতে পারে। বিশ্বে মানুষের মৃত্যুর একটি অন্যতম কারণ ক্যান্সার। যেসব কারণে ক্যান্সার হয় তার ঝুঁকিগুলোর মধ্যে ধূমপান, পান-জর্দা-তামাকপাতা খাওয়া, সবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার কম খাওয়া, শারীরিক ব্যায়াম না করা, শারীরিক স্থূলতা বা বেশি ওজন, আল্ট্রাভায়োলেট রশ্মি, কিছু রাসায়নিক পদার্থ, কিছু ভাইরাস বা অন্যান্য জীবাণু অন্যতম।
তিনি বলেন সঠিক সময়ে ক্যান্সারকে চিহ্নিত করা গেলে চিকিৎসার মাধ্যমে একেও পরাজিত করা যায়।
উল্লেখ্য, সিলেট ওসমানী হাসপাতালের রেডিওথেরাপি ও ক্যান্সার বিভাগ প্রতিবছর এ দিবস উপলক্ষে নানা ধরণের সচেতনতামূলক কর্মসুচির আয়োজন করে থাকে।