গোলাপগঞ্জে পরীক্ষার জন্য ৩৬ জনের স্যাম্পল সংগ্রহ!
প্রকাশিত হয়েছে : ৮:৫৮:০১,অপরাহ্ন ১৭ মে ২০২০ | সংবাদটি ৩৮৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নে আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন করে তার সংস্পর্শে আসা ১৮ জনসহ মোট ৩৬ জনের স্যাম্পুল সংগ্রহ করা হয়েছে।
রবিবার (১৭ মে) তাদের স্যাম্পুল সংগ্রহ করে সিলেট ওসমানী হাসপাতাল ল্যাবে প্রেরণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী বলেন, রবিবার দুপুরে সুন্দিশাইলে আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। এসময় তার সংস্পর্শে আসা ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া উপজেলা থেকে আরও ১৮ জনের নমুনা ল্যাবে প্রেরণ করা হয়েছে।
এরআগে বৃহস্পতিবার (১৪ মে) গাজীপুর থেকে আসা সুন্দিশাইলের ঐ যুবকের করোনা ধরা পড়ে। একইদিন পৌরসভার টিকরবাড়ি এলাকার এক বৃদ্ধের শরীরেও ধরা পড়ে ভাইরাসটি।
শনিবার (১৭ মে) রাতে পৌর এলাকার টিকরবাড়ির আক্রান্ত বৃদ্ধের সংস্পর্শে আসা একই বাড়ির ১৩জন সহ ১৪ জনের করোনা পজেটিভ আসে। এনিয়ে উপজেলায় মোট ২১জনের করোনা সনাক্ত করা হয়েছে।