গোলাপগঞ্জে হাজী আব্দুস সহিদ মহিলা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৭:৪৩:০২,অপরাহ্ন ০৩ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ১০৪৬ বার পঠিত
গোলাপগঞ্জ উপজেলার হাজী আব্দুস সহিদ মহিলা আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা বুরহান উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠনের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রী শেখ শিউলী বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ সরকারী মহাবিদ্যালয়ের গভর্ণিংবডির সদস্য ও ঢাকাদক্ষিণ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি শাহাব উদ্দীন আহমদ।
মাদ্রাসার সহ সুপার মাওলানা কামাল উদ্দীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি মচন মিয়া, শেখ জমির উদ্দীন গভর্ণিংবডির সদস্য সাহেল আহমদ। মাদ্রাসার শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন – ময়েজ উদ্দীন, মাওলানা আব্দুল জলিল, মাওলানা গৌছ উদ্দীন, হোসনা বেগম, আব্দুল মুকিত, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা রফিকুল ইসলাম, নজরুল ইসলাম ও নূরুল ইসলাম প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন নিপা বেগম।