অবশেষে গণস্বাস্থ্যের ‘কিট’ পরীক্ষা সোমবার
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:২৬,অপরাহ্ন ১০ মে ২০২০ | সংবাদটি ৮৩৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তের ‘জিআর র্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষা সোমবার (১১ মে) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শুরু হবে।
রবিবার (১০ মে) হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সোমবার থেকে বিএসএমএমইউ হাসপাতালের নিজস্ব ল্যাবে আমাদের বিজ্ঞানীদের তৈরি কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু হবে। তাদের সঙ্গে বৈঠক এ সিদ্ধান্ত হয়েছে। বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ ১০০ কিট চেয়েছে। সোমবার তাদের সেই কিট দেয়া হবে।
এর আগে, গণস্বাস্থ্যের করোনাভাইরাস শনাক্তকরণ কিট পরীক্ষার জন্য ওষুধ প্রশাসন অধিদফতর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বা আইসিডিডিআরবিতে কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমিত দেয়া হয়। এরপর ২ মে কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক ড. বিজন কুমার শীলের নেতৃত্বে ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন, ড. ফিরোজ আহমেদ এই কিট তৈরি করেন।