লকডাউন শিথিল, বিশ্ব সাস্থ্য সংস্থার সতর্কাবার্তা!
প্রকাশিত হয়েছে : ৯:২৯:৩৯,অপরাহ্ন ০৮ মে ২০২০ | সংবাদটি ৩৮০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রাণঘাতি করোনা মোকাবিলা করতে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। আর এই লকডাউনের কারণে দেশের অর্থনীতিতে পড়েছে ভাটা। তাই অর্থনীতি বাঁচাতে অনেক দেশে লকডাউন শিথিল করে দেওয়া হচ্ছে বা সীমিত করার দিকে এগোচ্ছে। এমন পরিস্থিতিতে সতর্কাবার্তা দিয়েছে বিশ্ব সাস্থ্য সংস্থা।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস জানিয়েছেন, লকডাউন যদি তুলতেই হয়, তাহলে তা অতি সাবধানে তুলুন। অন্যথায়, একলাফে অনেকটা বেড়ে যেতে পারে করোনা আক্রান্তের সংখ্যা। লকডাউন শিথিল করলে ভাইরাস ফিরে আসার প্রবণতা রয়েছে।
এসব আশঙ্কা মানতে চাইছে না অনেক দেশ। ইতিমধ্যে ইতালি, স্পেন ও জার্মানির লকডাউন শিথিল করা হয়েছে।
বেশি সংখ্যক মানুষের জীবন বাঁচাতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। সংস্থাটির প্রধান জানান, করোনা আক্রান্ত দেশগুলোকে করোনার সংক্রমণ রোধে পর্যাপ্ত ব্যবস্থা ও বিধিনিষেধ আরোপে আরো সতর্ক হতে হবে।