সিলেটে কোয়ারেন্টিন থেকে হাসপাতালে ভর্তি পুলিশের মৃত্যু!
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:৩৮,অপরাহ্ন ০১ মে ২০২০ | সংবাদটি ১২২৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: শরীরে জ্বর থাকায় নারায়ণগঞ্জ থেকে মৌলভীবাজারে নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয় এক পুলিশ সদস্যকে। বাড়িতে এসে হোম কোয়ারেন্টিনে থাকাবস্থায় অবনতি ঘটলে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (১ মে) রাতে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় এ পুলিশ সদস্যের মৃত্যু হয়।
মারা যাওয়া পুলিশ সদস্য মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুরের বাসিন্দা ইমন আহমদ। তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
তবে, মারা যাওয়া পুলিশ সদস্য ঠিক করোনা আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়। তিনি বলেন, ঢাকায় তার স্যাম্পল পরীক্ষা করা হয়েছে, এতে তার করোনাভাইরাস ধরা পড়েনি।
তিনি আরও জানান, ঐ পুলিশ সদস্য নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসে হোম কোয়ারেন্টিনে কিছুদিন থাকার পর গত ২৭ এপ্রিল ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, করোনা যুদ্ধে এ পর্যন্ত পুলিশের ৪ জন মারা গেলেন। এর আগে ঢাকায় মারাযান আরও ৩ জন।