সুনামগঞ্জের সেই তরুণীর বাবা ও ভাই আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ৬:১১:৫২,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫২৬ বার পঠিত
সুনামগঞ্জ থেকে সংবাদদাতা:: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের সেই তরুণীর পিতা ও চাচাতো ভাই নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।
আক্রান্তরা উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের উপজেলার সর্ব প্রথম করোনা রোগী হাফিজা আক্তারের পিতা আসিক মিয়া (৫৫) ও চাচাতো ভাই শাহরিয়ার হোসেন (১৬)।
জানা যায়, নতুন আক্রান্ত এই দুজন করোনা আক্রান্ত টাইলা গ্রামের সেই তরুণী হাফিজা আক্তারের বাবা ও চাচাতো ভাই। করোনা আক্রান্ত হাফিজাকে আইসোলেশনে নেয়ার পর তার পরিবারের ১০ সদস্যের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হলে এই দুজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনা আক্রান্তের বাড়ি গিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্ত ব্যক্তিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে পাঠায়।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন বলেন, করোনা আক্রান্ত সেই মহিলার বাবা ও ভাইয়ের করোনা পজেটিভ এসেছে। এনিয়ে দক্ষিণ সুনামগঞ্জে করোনা আক্রান ৪ জন। আমরা নতুন আক্রান্তদের আইসোলেশনে পাঠিয়েছি।