বাংলাদেশে নতুন আক্রান্ত ২০৯, মারা গেছেন ৭ জন
প্রকাশিত হয়েছে : ১০:০০:৪৪,অপরাহ্ন ১৪ এপ্রিল ২০২০ | সংবাদটি ৭২০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রামক পাওয়া গেছে এবং এ রোগে আরও ৭ জন মারা গেছেন।
এ নিয়ে বাংলাদেশে মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁহিয়েছে ১০১২ জনে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে আইইডিসিআরে ‘করোনাভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতান।
স্বাস্থ্য বুলেটিনে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১৯০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এই সময়ে আরও সাতজনের মৃত্যু হয়। এছাড়া আক্রান্ত হয় ২০৯ জন।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের রোগী বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ৮ মার্চ।
এরপর ৫ এপ্রিল থেকে ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে।
৬ এপ্রিল (সোমবার) ৩৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হন। তাদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৫ জন। ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়। এদিন কারো সুস্থ হওয়ার জানায়নি আইইডিসিআর।
৭ এপ্রিল (মঙ্গলবার) আক্রান্ত ৪১ মৃত্যু ৫। আক্রান্তদের মধ্যে পুরুষ ২৮ জন আর নারী ১৩ জন। এদিনও কেউ সুস্থ হননি।
৮ এপ্রিল (বুধবার) দেশে করোনা আক্রান্ত ৫৪ ও মৃত্যু তিন জনের।
৯ এপ্রিল (বৃহস্পতিবার) একদিনে ১১২ জনের করোনা শনাক্ত হয়। তবে গত চারদিনের তুলনায় এদিন মৃত্যু ছিল সবচেয়ে কম ১ জন। তবে এই দুইদিন কারো সুস্থ হওয়ার তথ্য নেই।
১০ এপ্রিল (শুক্রবার) আগের দিনের তুলনায় আক্রান্ত কমলেও মৃত্যু বাড়ে। এদিন ছয় জন মারা যাওয়ার তথ্য জানানো হয়। আর নতুন আক্রান্ত হন ৯৪ জন। সুস্থ হননি কেউ।
১১ এপ্রিল (শনিবার) ৫৮ জনের করোনা শনাক্ত ও তিনজনের মৃত্যু হয়।
১২ এপ্রিল (রবিবার) ১৩৯ জনের করোনাভাইরাস শনাক্তের কথা জানায় আইইডিসিআর।
১৩ এপ্রিল (সোমবার) ১৮২ জন করোনাভাইরাস রোগে শনাক্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন ৫ জন।