কিশোরগঞ্জে চিকিৎসক আক্রান্ত, হাসপাতালসহ পুরো উপজেলা লকডাউন!
প্রকাশিত হয়েছে : ৪:১৯:২১,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০২০ | সংবাদটি ৭৩৭ বার পঠিত
নীলফামারী থেকে সংবাদদাতা:: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
এঘটনায় কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বিষটি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বরর্মণ।
সিভিল সার্জন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৩৯ ব্যাচের ওই চিকিৎসক গত ২৫ মার্চ ঢাকায় নিজ বাড়িতে ছুটিতে যান। ছুটি থেকে ফিরে গত ৩ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
এরপর থেকে জ্বর, সর্দি ও কাশীতে আক্রান্ত হলে গত ৫ এপ্রিল রংপুর মেডিকেল কলেজে নমুনা পাঠানো হয়।
এদিকে, এ ঘটনায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সসহ পুরো উপজেলা লকডাউন করা হয়েছে। এছাড়া ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ১৯জন রোগী, সব চিকিৎসক-কর্মচারীকে বাধ্যতামূলক কোয়ারেনিন্টের নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া ঐ চিকিৎসকের সংস্পর্শে যারা এসেছেন তাদেরও সনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বরর্মণ।