সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ (ইউকে)-এর সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৮:০৭:২২,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ২৭১৪ বার পঠিত
সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ (ইউকে)-এর দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন গত ২৩ জানুয়ারি, সোমবার, বিকেল ৫-৩০ মিনিটে পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রথমপর্বে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের প্রেসিডেন্ট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি দিলু নাসেরের সঞ্চালনায় সংগঠনের অতীত কার্যক্রম তুলে ধরে বক্তৃতা করেন – দিলু নাসের, ইসহাক কাজল, মুজিবুল হক মনি, ইকবাল হোসেন বুলবুল, স্মৃতি আজাদ, নুরুল ইসলাম, এ কে এম আব্দুল্লাহ, আতাউর রহমান মিলাদ, কাজল রশীদ, আনোয়ার শাহজাহান, রেজুয়ান মারুফ, সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ফারুক আহমদ প্রমুখ।
দ্বিতীয় পর্বে ছিল নির্বাচন। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কবি আবু মকসুদ। নির্বাচনে কণ্ঠভোটের মাধ্যমে ২০১৭-২০১৮ কর্মকর্তা নির্বাচিত হন – প্রেসিডেন্ট: ফারুক আহমদ (লেখক-গবেষক); ভাইস-প্রেসিডেন্ট: ইসহাক কাজল (লেখক-সাংবাদিক), মুজিবুল হক মনি (কবি, নাট্যকার ও নাট্যাভিনেতা) ও কাজল রশীদ (কবি ও সংগঠক); জেনারেল সেক্রেটারি: ইকবাল হোসেন বুলবুল (কবি ও সংগঠক), অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি: এম মোসাইদ খান (কবি ও সংগঠক); অর্গানাইজিং সেক্রেটারি: স্মৃতি আজাদ (নাট্যাভিনেত্রী ও সংগঠক); ট্রেজারার: এ কে এম আব্দুল্লাহ (কবি ও সংগঠক); পাবলিসিটি সেক্রেটারি: আনোয়ার শাহজাহান (লেখক ও সাংবাদিক ), পাবলিকেশন সেক্রেটারি: রেজুয়ান মারুফ (কবি ও সংগঠক)। মেম্বার: দিলু নাসের (কবি ও সংগঠক), নুরুল ইসলাম (সংস্কৃতিকর্মী), মাশুক ইবনে আনিস (কবি ও সংগঠক), ফারুক আহমদ রনি (কবি ও সংগঠক) ও আবু মকসুদ (কবি ও সংগঠক)।