মিলানে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের প্রথম বর্ষপূর্তি পালিত
প্রকাশিত হয়েছে : ৪:৩২:০০,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৭৩৪ বার পঠিত
ইতালির মিলানে বৃহত্তর সিলেট বিভাগের ঐতিহ্যবাহী বিয়ানীবাজার উপজেলার প্রবাসীদের সংঘঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালির প্রথম বর্ষপূর্তি ও প্রবাসীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পদক প্রদান করা হয়েছে। স্থানীয় একটি হলরুমে ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী সেজুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল বাসিত দলই ও সাংগঠনিক সম্পাদক মো তাজউদ্দীন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে ইতালিয়ান ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল রেজিনা আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব,বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতি ইউকের সভাপতি জাহাঙ্গীর খান, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রেজারার মামুন রশিদ,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহ সভাপতি দেলোওয়ার হোসাইন সহ ইতালিয়ান কমিউনিটি ও প্রশাসনের নেতৃবৃন্দ।
বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালির প্রেসিডিয়াম সদস্য ইমাম উদ্দিন,শরীফ উদ্দিন,সহ সভাপতি জাছিম আহমেদ,প্রচার সম্পাদক আমিনুর রহমান জায়েদ। শুভেচ্ছা বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান ওয়েলফেয়ার ট্রাস্টের নেতৃবৃন্দরা।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিলান লোম্বার্দিয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিতা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, ইউনাইটেড সিলেট সমিতির সভাপতি জামিল আহমেদ, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আনোয়ার হোসেন বেপারী, উপদেষ্টা আলী আহমেদ শেখ,সহ সভাপতি নজরুল ইসলাম জুয়েল, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক হানিফ শিপন, মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি নাজমুল হোসেন, স্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ফিরোজ আলম, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন মুল্লা, বিশিষ্ট ব্যবসায়ী হানিফ পাঠুয়ারী, মাদারীপুর সদর উপজেলার সভাপতি খান রিপন, রাজৈর কল্যাণ সমিতির সভাপতি মামুন হাওলাদার, সিলেট সমিতির যুগ্ম সম্পাদক মামুন আহমেদ, নবীগঞ্জ উপজেলা সমিতির সভাপতি মামুন আহমেদ সাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি মীর হোসেন বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী সালেক আহমেদ,সুয়েব আহমেদ, কর্মজীবীলীগ ইতালি শাখার সভাপতি আলমগীর হাওলাদার,পেশাজীবীলীগ ইতালি শাখার সভাপতি তুহিন মাহমুদ, ঢাকা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনজুর হোসেন সাগর, উপদেষ্টা চঞ্চল রহমান, সিলেট সমিতির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, মৌভীবাজার জেলা সমিতির উপদেষ্টা আজিম উদ্দিন,মিলান কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনায়েদ সোবহান সহ মিলান রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়ী কমিউনিটি ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ।
আলোচনা পর্বের পাশাপাশি সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। সম্মাননা যারা পেলেন তারা হচ্ছেন প্রবাসে স্টুডেন্ট এওয়ার্ড আব্দুল্লাহ মুনাদ আহমেদ এবং আখলাকুল আম্বিয়া। সোশ্যাল কন্ট্রিবিউশন এন্ড ডেভোলাফমেন্ট এওয়ার্ড জাকির হোসেন ইউকে,আক্তার আলী ইউকে, মোহাম্মদ খলিলুর রহমান ইউকে,খলিল আহমেদ ইতালি ও জামিল আহমেদ ইতালি। ফ্রেন্ডস ফর কমিউনিটি এওয়ার্ড প্রদান কর হয় ইতালিয়ান প্রবাসী মিলান কন্সিলিওর এর পিডি দিয়ানে দে মার্কি।