অস্ট্রেলিয়ায় জিয়াউর রহমান’র ৮১তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৪:২৬:০৩,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৬৯৫ বার পঠিত
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি অস্ট্রেলিয়া উদ্দ্যোগে ২২ জানুয়ারী সিডনির রকডেলস্থ বনলতা ফাংশন সেন্টারে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলোওয়াতে মাধ্যমে অনুষ্ঠান শুরুর পরপরই বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং বাংলাদেশে গনতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্নপুরুষ শহীদ রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র সহ সভাপতি তারেক রহমানের শাররিক সুস্থাতার জন্য এক বিশেষ দোয়া করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মো: মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নাসিম উদ্দিন আহম্মেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি হাবিব মোহাম্মদ জকি,মোবারক হোসেন, মোঃ তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক তারিকুল ইসলাম তারেক, যুবদলের সভাপতি ইয়াসিন আরাফাত সবুজ,স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু নোমান মোহাম্মদ মাসুম,নিউ সাউথওয়েলস বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো:কামরুল ইসলাম শামীম,প্রচার সম্পাদক মো:আবুল কাশেম,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকএস.এম খালেদ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক শেখ আবদুলাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোয়াইমেন খান মিশু,যুবদলের সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, সাংগঠনিক সম্পাদক জাবেদ হক জাবেল, নিউ সাউথওয়েলস বিএনপির সাধারন সম্পাদক অনুপ আন্তনী গোমেজ,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,আরমান হোসেন ভুইয়া,মো. জুমান হোসেন, মোঃ ফারুক হোসেন, শাহাদাৎ হোসেন শাওন, আবির পারভেজ, সালেহ আহম্মেদ, নিজাম উদ্দিন বকুল, হাবিব মিয়া, মোঃ আব্দুল মজিদ, সুমন সরকার, মোঃ সোহাগ, মোঃ আবু সায়েম প্রমুখ।
হাবিব মোহাম্মদ জকি বলেন, দেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনীতি নেই,আছে দলনীতি। এরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এর পরিপন্থি কাজ করে। স্বাধীনতার চেতনা কি একদলীয় শাসনদেশে গণতন্ত্র আসবে এ প্রত্যাশা করে বলেন, ‘এইদিন শেষ নয়। ধৈর্য্য ধরতে হবে। গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে।
সভাপতির বক্তব্যে মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান যারা অস্বীকার করে তারা স্বাধীনতায় বিশ্বাস করেনা।