কওমি মাদরাসা বন্ধের সিদ্ধান্ত মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ১:১১:০৮,অপরাহ্ন ১৬ মার্চ ২০২০ | সংবাদটি ১৭০৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাস আক্রান্ত ঠেকাতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীভাবে বন্ধ ঘোষণা করা হলেও কওমি মাদরাসা বন্ধ হবে কী না তা এখনও সিদ্ধান্ত হয়নি।
সোমবার (১৬ মার্চ) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর বেফাকুল মাদারিসের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় আল হাইআতুল উলইয়ার অফিসে কওমি মাদরাসা বন্ধের বিষয়ে এক বৈঠক ডাকা হয়েছে। এতে কওমি মাদরাসার ৫ টি বোর্ডের সকল দায়িত্বশীলদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।