মৌলভীবাজারে ৩০ টায় ‘মাস্ক’ বিক্রি, ফার্মেসীকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ৯:১২:৫৩,অপরাহ্ন ১১ মার্চ ২০২০ | সংবাদটি ৭০৮ বার পঠিত
মৌলভীবাজার থেকে সংবাদদাতা:: মৌলভীবাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে মাস্ক ও স্যানিটাইজার বিক্রয় করা হচ্ছে। এমন তথ্যর ভিত্তিতে ছদ্মবেশে অভিযান চালায় পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ মার্চ) সময় মৌলভীবাজার শহরের চৌমোহনায় ট্রাস্ট ফার্মেসীকে মাত্র ৩ টাকার মাস্ক ৩০ টায় বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণের সংবাদে কিছু অসাধু ঔষধ ব্যবসায়ী মাস্ক ও স্যানিটাইজার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রয় করছে সংবাদ পেয়ে প্রত্যেক থানা পুলিশকে অভিযান চালানোর নির্দেশ প্রদান করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে আমরা ছদ্মবেশে ক্রেতা সেজে বিভিন্ন দোকানে অভিযান শুরু করেছি।
স্থানীয় পুলিশ প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা সকল ব্যবসায়ীদের অনুরাধ করেছি তারা যেন এই রকম কার্যক্রম থেকে বিরত থাকে।