দিল্লির ইন্ধনদাতাদের বিরুদ্ধে কথা বলায় বিচারপতি বদলি!
প্রকাশিত হয়েছে : ৪:০৬:৫৩,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৫০১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সাম্প্রদায়িক সংঘাতে ইন্ধন দেয়ার অভিযোগ ওঠা বিজেপি নেতাদের বিরুদ্ধে অবিলম্বে ‘এফআইআর’ দায়েরের নির্দেশ দেয়া সেই বিচারপতিকে বদলি করার পর দিল্লির হাইকোর্টের আদেশও বদলে গেছে।
পরিবর্তিত আদেশে বিজেপির চার নেতার বিরুদ্ধে এফআইআর করার জন্য পুলিশকে চার সপ্তাহ সময় দেয়া হয়েছে।
বিচারপতি এস মুরলিধরকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করার পর এফআইআর করার জন্য সময় চেয়ে আবেদন করে দিল্লি পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, উস্কানিমূলক মন্তব্যের জন্য ব্যবস্থা নেয়ার মতো পরিস্থিতি নেই। এফআইআর করলে হিতে বিপরীত হতে পারে।
এর পরই চার সপ্তাহ সময় মঞ্জুর করেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএন প্যাটেল ও বিচারপতি সি হরিশঙ্করের বেঞ্চ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিদ্বেষমূলক বক্তব্য দেয়া বিজেপি নেতাদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করার জন্য নির্দেশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি মুরলিধরের নেতৃত্বাধীন বেঞ্চ। পরিস্থিতি গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য পুলিশকে নির্দেশ দেন হাইকোর্ট। বিজেপি নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, অভয় বর্মা এবং পরবেশ বর্মার বিদ্বেষমূলক মন্তব্যের ভিডিওর কারণে ‘কেন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হবে না’ প্রশ্ন তোলেন বিচারপতিরা।
চার বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশের পরপরই রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বিচারপতি এস মুরলিধরকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করেন।
এনডিটিভি জানায়, বুধবার রাতে দিল্লি হাইকোর্টের তৃতীয় সর্বোচ্চ পদাধিকারী বিচারপতি এস মুরলিধরের বদলির প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় সরকার। এতে বলা হয়, প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে বিচারপতি মুরলিধরকে পাঞ্জাব ও হরিয়ানা কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করেছে রাষ্ট্রপতি।
তবে, সাধারণত বদলির জন্য ১৪ দিন সময় দেয়া হলেও বিচারপতি এস মুরলিধরকে কোনো নির্দিষ্ট সময় দেয়া হয়নি।
বিচারপতির বদলি নি য়ে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সরকার চাইছে বিচারব্যবস্থার মুখ বন্ধ করতে।’
বদলির সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক’ উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়াও, রাহুল গান্ধী টুইট করেছেন, ‘আজ আমার সাহসী বিচারপতি লোয়ার কথা মনে পড়ছে…।’ তবে, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ বলেছেন, বদলি নিয়ম মেনেই হয়েছে।
দিল্লির সহিংসতায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫ জনে পৌঁছেছে।