গাম্বিয়াকে সবধরণের সহায়তা দিবে ওআইসি
প্রকাশিত হয়েছে : ২:৩৮:৩৮,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৪৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা দায়ের করা গাম্বিয়াকে সব ধরনের সহায়তা দিতে পুনরায় প্রত্যয় ব্যক্ত করেছে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।
এজন্য তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আগামী এপ্রিলে অনুষ্ঠেয় ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এই তহবিল সংগ্রহ করা হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ওআইসি’র জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এতে জানানো হয়, এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনটি অনুষ্ঠিত হবে নাইজারে এবং সেটির প্রস্তুতির জন্য এই বৈঠকটির আয়োজন করা হয়।
বৈঠকে গত ২৩ জানুয়ারি আন্তর্জাতিক বিচারিক আদালতের আন্তবর্তীকালিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, গাম্বিয়াকে সহায়তা করার জন্য বাংলাদেশের প্রস্তাবের প্রতি সমর্থন আছে ইসলামি দেশগুলোর।
এছাড়া তহবিল সংগ্রহের জন্য ইতোমধ্যে ওআইসি সচিবালয় একটি অ্যাকাউন্ট খুলেছে, আগ্রহী রাষ্ট্রগুলো এখানে তাদের সহায়তার অর্থ জমা দিতে পারবে।