মুক্তিযুদ্ধে বিদেশী বন্ধু, বীরপ্রতীক ওডারল্যান্ড গ্রন্থ লেখক মাহবুবুর রহমান বাবুর অনন্য অর্জন
প্রকাশিত হয়েছে : ৭:২৬:৩০,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৫৭৫১ বার পঠিত
বাঙালির হাজার বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি বিদেশীরাও এদেশের সংগ্রামরত অত্যাচারিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে, প্রয়াসী হয়েছিলেন বিশ্ব জনমত গঠনে।
আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভিনদেশীদের মধ্যে অন্যতম উইলিয়াম এ এস ওডারল্যান্ড বিপি। মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা তিনি। ভিনদেশী নাগরিক হয়েও তিনি বাংলাদেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা ইতিহাসে বিরল। বীরপ্রতীক ওডারল্যান্ডের সংক্ষিপ্ত জীবনী ও মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা ও সুমহান অবদান সম্পর্কে আলোকপাত করা হয়েছে এই গ্রন্থে।
গ্রন্থটি রচনা করেছেন বিশিষ্ট লেখক মুন্সীগঞ্জের কৃতি সন্তান মাহবুবুর রহমান বাবু। তার এই গ্রন্থটি লেখকের অন্যতম অর্জন বলে মনে করেন মুন্সীগঞ্জ বাসী। বইপত্র প্রকাশনী বইটি প্রকাশ করেন।