বিদেশ যেতে নিবন্ধন করবেন কোথায় ও কীভাবে
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:৪৯,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৩১৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সরকারীভাবে বিদেশ যেতে দ্বিতীয় ধাপে শুরু হচ্ছে কর্মীদের নিবন্ধন কর্মসূচি।
রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরোর (বিএমইটি) কেন্দ্রীয় ডাটাব্যাংকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়।
জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- দক্ষ, স্বল্পদক্ষ, অদক্ষ এবং নারী-পুরুষ কর্মী সকলেই এখানে নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধনের সুবিধা ও পদ্ধতি:
# কোনো দালাল বা মধ্যসত্ত্বাভোগী ছাড়াই বিদেশ যেতে পারবেন কর্মীরা।
# বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসি আইন ২০১৩ অনুযায়ী সরকার অনুমোদিত রিক্রটিং এজেন্সি/ বৈদেশিক নিয়োগকর্তারা ডাটা ব্যংক হতে অনলাইনে কর্মী নির্বাচনের ফলে দালার/ মধস্বত্বভোগীদের সহায়তা নিতে হবে না। ফলে বিদেশে চাকরি প্রার্থীদের হয়রানি/দুর্ভোগ লাঘব হবে এবং অভিবাসন ব্যয় কমে যাবে।
# রেজিস্ট্রেশনকৃত কর্মী/চাকরি প্রার্থীদের নির্বাচনসহ বৈদেশিক কর্মসংস্থানের সর্বশেষ অবস্থা এসএমএসের মাধ্যমে জানানো হবে।
# এ নিবন্ধনের মেয়াদ হবে দুই বছর।
# এই রেজিস্ট্রেশন একটি চলমান প্রক্রিয়া যা যে কোনো সময় সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কিংবা কারগরি প্রশিক্ষন কেন্দ্র হতে সম্পন্ন করা যাবে।
# বৈদেশিক কর্মসংস্থানের জন্য যোগ্যতা অনুযায়ী কর্মী নির্বাচিত করা হবে।
# বিদেশ গমনেচ্ছু কর্মীদের বৈদেশিক শ্রমবাজারের চাহিদা মোতাবেক রিক্রুটিং এজেন্সি/নিয়োগকর্তার নিকট উপস্থাপন করা হবে।
# ডাটা ব্যংকে রেজিস্ট্রেশন কোনভাবেই বিদেশে চাকরি প্রদনের নিশ্চয়তা বহন করে না।
রেজিস্ট্রেশনকারী কর্মীর যোগ্যতা:
# নিবন্ধনকারী কর্মীর বয়স অবশ্যই ১৮ বছরের উপরে হতে হবে।
# মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মী হিসেবে যেতে ইচ্ছুকের বয়স ২৫-৪৫ বছরের মধ্যে হতে হবে।
# নিবন্ধনকারীর অন্তত ছয় মাসের বৈধ পাসপোর্ট এবং নিজস্ব মোবাইল থাকতে হবে।
# নিবন্ধনের আপডেট তথ্য মাঝে মাঝে তাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দিবে কর্তৃপক্ষ।
নিবন্ধনের সময় সকল যোগ্যতা বা অভিজ্ঞতা সনদ ডাটাব্যাংকে সংযোজন করতে হবে। তাই এ সময়ের মধ্যে কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা অর্জিত হলে তা ডাটাব্যাংকে সংযোজনের সুযোগ রয়েছে। নিবন্ধনকারীর যোগ্যতার ভিত্তিতে সরকার কাজের ব্যবস্থা করবে। তবে ডাটাব্যাংকে নিবন্ধন কোনোভাবেই নিবন্ধনকারীর বিদেশ যাওয়া নিশ্চিত করবে না।
নিবন্ধন ফি:
আগ্রহী কর্মীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে (বিকাশ/নগদ/সিওরক্যাশ/রকেট) ২০০ টাকা পাঠিয়ে এ নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
কোথায় নিবন্ধন করবেন:
প্রাথমিকভাবে সকল জেলার বিদেশ গমেনেচ্ছুকরা ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে জেলা কর্মসংস্থান অফিসে গিয়ে নিবন্ধন করতে হবে। পর্যায়ক্রমে অন্য জেলার কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিবন্ধন শুরু হবে। প্রবাসী কল্যাণ ভবন, ৭১, ৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা।
এছাড়া তথ্যের জন্য, ০১৯৭১ ৮২ ১১ ৬২ এই নম্বরে কল করতে পারেন।
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বছরে প্রতি উপজেলা থেকে ১ হাজার কর্মী বিদেশ পাঠানোর কথা রয়েছে। সে অনুযায়ী সরকারিভাবে বিদেশে কর্মী পাঠাতে গেল বছরের ১ আগস্ট ঢাকা জেলায় নিবন্ধন শুরু হয়। পরে ২৭ অক্টোবর শুরু হয় নারয়ণগঞ্জ এবং গাজীপুর জেলার নিবন্ধন। ৯ ফেব্রুয়ারি থেকে দেশের বাকি ৬১ জেলার নিবন্ধন শুরু বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।