‘কর্মকর্তারা সেবা দিতে কার্পণ্য করলে কঠোর শাস্তি’
প্রকাশিত হয়েছে : ৯:৩৭:৪৪,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ২৭৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সরকারী কোন কর্মকর্তা জনপ্রশাসনে দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম ও বিশৃঙ্খলা সৃষ্টি বা জনগণকে সেবা দিতে কার্পণ্য করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) জনপ্রশাসন ও উন্নয়ন বিষয়ক চার দিন ব্যাপী সপ্তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কোন সরকারি কর্মকর্তা জনগণকে সেবা না দিয়ে চলতে পারবে না বা দায়িত্ব ফাঁকি দিতে পারবে না।
আগামীতে একটি চমৎকার জনমুখী জনপ্রশাসন গড়ে উঠবে জানিয়ে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় অত্যন্ত সফল ভাবে একটি বছর পার করেছে। এই মন্ত্রণালয়ে যারা ভালো কাজ করছে তাদেরকে জনপ্রশাসন পদক দেওয়া হচ্ছে, আর যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করতে পারবে না কারণ যোগ্য মানুষদেরকে আমরা জনপ্রশাসনে নিয়োগ দিচ্ছি। এছাড়া একজন অতি সাধারণ মানুষ যেন জনপ্রশাসনে কাঙ্খিত সেবা পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।
এর আগে ’পরিবর্তনশীল সময়ে সিভিল সার্ভিস: অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, সামাজিক সুবিচার ও শাসনব্যবস্থায় নৈতিকতার মানদণ্ড এর আলোকে’ শীর্ষক সেশনের মাধ্যমে সম্মেলন শুরু হয়।