সিটি নির্বাচনে পর্যবেক্ষক ঠেকাতে বিদেশি দূতাবাসে চিঠি!
প্রকাশিত হয়েছে : ৬:৪০:২৮,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪৩১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকাস্থ বিদেশি মিশনগুলোতে কর্মরত কোনো বাংলাদেশি পর্যবেক্ষক ঢাকার দুই সিটির নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন না। তবে নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ঢাকাস্থ বিদেশি মিশনগুলোর ক্ষেত্রে কোনো বাধা নেই।
বাংলাদেশি নাগরিকদের নির্বাচন পর্যবেক্ষক দলে না রাখার আহ্বান জানিয়ে বিদেশি দূতাবাসগুলোতে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন (ইসি) ঢাকাস্থ অ্যাম্বেসি ও হাইকমিশনে কর্মরত ৭৪ কূটনীতিককে অনুমোদন দিয়েছে। তাদের মধ্যে বিদেশি ৪৬ জন এবং ঢাকায় বাংলাদেশি দূতাবাসগুলোয় কর্মরত ২৮ জন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমন নির্বাচন ইস্যুতে বিদেশি কূটনীতিকদের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছিলেন, কোড অব কন্ডাক্ট তথা আচরণবিধি না মেনে চললে দেশে ফেরত যেতে বলেছেন।
তবে শুক্রবার (৩১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে কোড অব কন্ডাক্টের ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, ‘যেসব বিদেশি দূতাবাস তাদের বাংলাদেশি কর্মচারীদের আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে তারা আইন ভঙ্গ করেছে বলে আমি মিন করেছি।’
মোমেন বলেন, ‘আইন মতে, আমাদের দেশে আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা হন তারা কেউ বাংলাদেশি নাগরিক হতে পারেন না। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষককে অবশ্যই অবাংলাদেশি হতে হবে। কিন্তু দুঃখজনকভাবে এখানে বিদেশি দূতাবাসগুলো তাদের বাংলাদেশি কর্মচারীদের আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ করেছে এবং আইনের ভঙ্গ হয়েছে।’