ঘুষের টাকাসহ হাতেনাতে আটক খাদ্য কর্মকর্তা!
প্রকাশিত হয়েছে : ৯:১৫:৪২,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৫০৬ বার পঠিত
ডুমুরিয়া (খুলনা) থেকে সংবাদদাতা:: ঘুষ গ্রহণকালে খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে দুদকের একটি টিম উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ঘুষের এক লাখ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি মন্ডল।
তিনি জানান, কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সরকারি চালের কেজিপ্রতি তিন টাকা হারে ঘুষ দাবি করেন খাদ্য কর্মকর্তা ইলিয়াস। এ অভিযোগের প্রেক্ষিতে ফাঁদ পেতে তাকে ধরা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।