সিলেটে নতুন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান
প্রকাশিত হয়েছে : ৯:০৮:২৯,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৭৯৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান।
আর সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি আদেশে এ নিয়োগ দেয়া হয়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীকে পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়। এতে পদটি খালি হয়।