মন খারাপ নিয়েই সিলেট ছাড়লেন রাষ্ট্রপতি!
প্রকাশিত হয়েছে : ২:৪১:৪৪,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২০ | সংবাদটি ১৯৪৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সিলেটে এসেছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে। এসেছিলেন হাসিঁ খুশি মনে, কিন্তু ফিরলেন মন খারাপ নিয়ে।
রাষ্ট্রপতির এ মন খারাপ একমাত্র সিলেট নগরীর রাস্তা-ঘাট নিয়ে। আর এ মন খারাপের কথা সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠের সমাবর্তন অনুষ্ঠানে দাড়িয়ে তিনি বলেই ফেললেন। যা সিলেটবাসীর জন্য অত্যান্ত লজ্জার ও বেদনা দায়ক। এসময় মঞ্চে নগর পিতা আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।
বুধবার (৮জানুয়ারী) দুপুর ১২টা ২০মিনিটে রাষ্ট্রপতিকে বহণকারী হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এখান থেকে গাড়ীযোগে দরগাহে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান(র.) মাজার জিয়ারত করেন।
উভয় মাজার জিয়ারতে যাতায়াতকালে রাস্তার দুপাশে খুড়াখুড়ি, ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন দেখে তিনি আক্ষেপ করে বলেন, ‘শাহাজালাল ও শাহপরানের এ পবিত্র ভূমির রাস্তাগুলো ঘুরে আমার মন খারাপ হয়ে গেছে। ধারণা করেছিলাম রাস্তা আরো পরিষ্কার থাকবে। আমি সিলেট শহরের যেটুকু রাস্তা ঘুরলাম। কিন্তু রাস্তা দেখে মনটা খারাপ হয়ে গেছে। রাস্তার মধ্যে পলিথিন- কলার খোসা পুটলায় ভরে গেছে।’
এজন্য তিনি মানুষের খারাপ মানসিকতাকে দায়ি করে বলছেন, ‘বিদেশের রাস্তা-ঘাটে থুথু ফেলতেও মানুষ ভয় পায়, অথচ আমাদের দেশে মানুষ নোংরা করার আগেও একবারও ভাবে না।
বাংলাদেশের ক্যান্টনমেন্ট এলাকাগুলোতে গেলে দেখা যাবে কত পরিচ্ছন্ন। অথচ ক্যান্টনমেন্ট এলাকার বাহিরে গেলেই অপরিচ্ছন্ন। এজন্য গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা জনগণকে মোটিভেট করতে হবে। রাজনীতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রীরা মোটিভেট করলে পরিচ্ছন্ন সিলেট গড়তে কাজ হবে। এ বিষয়ে সবাইকে উদ্যোগ নেয়া দরকার। মানুষকে মোটিভেট করার চেষ্টা করবেন।’
অনুষ্ঠান শেষে বিকেলেই ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন রাষ্ট্রপতি।